ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ Logo নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক Logo আজ পবিত্র আশুরা Logo ইমন ও হৃদয়ের ফিফটির পর ২৪৮ রানে থেমে গেল বাংলাদেশ Logo দেশে করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ Logo ১৪ দলের সাবেক মিত্রদের নিয়ে সমালোচনায় সালাহউদ্দিন: ‘এখন সংস্কার কমিশনে বড় কথা বলছে’ Logo ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয় নিয়ে জেলেনস্কির আলোচনা Logo ফ্রান্স ও মালয়েশিয়ার তরফে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জোর দাবি Logo সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেইগেছেন Logo আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

দুর্গমপাহাড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন

নিজস্ব সংবাদ :

দুর্গমপাহাড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন।

বান্দরবানের দুর্গম পাহাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের আনন্দ উদযাপন করেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ ডিসেম্বর) সেনাবাহিনীর ৯৭ পদাতিক বিগ্রেডের তত্ত্বাবধানে রুমা জোনের ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও বগালেকপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রিস্টান ধর্মালম্বী ও চার্চে বড়দিন উপলক্ষে কেক বিতরণ ও বাচ্চাদের উপহার সামগ্রী দেয়ার মাধ্যমে বড় দিন উদযাপন করা হয়।

এসময় সেনাবাহিনীর সঙ্গে বড়দিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে পারায় উচ্ছ্বাস দেখা যায় পাড়াবাসীর মধ্যে। দুর্গম পাহাড়ে নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বড়দিন উপলক্ষে সেনাবাহিনী দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণ প্রীতি ফুটবল প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে।


রুমা ও থানচি উপজেলার সুংসুং পাড়া, থাইকং পাড়া, নতুন রোমানা পাড়া, পুরাতন রোমানা পাড়া, লোন থাঊচি পাড়া, উদ্যোমী জাদিপাই পাড়া, জাদিপাই পাড়া, দার্জিলিং পাড়া, ধোপানীছড়া পাড়া, খুমী পাড়া, বগালেক পাড়া, সৈকত পাড়া, নতুন কেষ্ট পাড়া, পুরাতন কেষ্ট পাড়া, জনেরাম পাড়া, রুংতন পাড়া, প্রং ফুং পাড়া, হারমন পাড়া, কমলা বাজার পাড়া, ফাইনং পাড়া, খুলিয়ান পাড়া, লিয়ানতং খুমী পাড়া, কেউতাই পাড়া, অংশাই খুমী পাড়া, আনন্দ পাড়াসহ সর্বমোট ২৫ টি দুর্গম এলাকায় বড় দিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এসব কর্মকাণ্ড পালন করে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জন্য জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাড়ায় বসবাসকারী সব জনগোষ্ঠীর নিরাপত্তা দেয়ার পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানায় প্রতিনিধিরা। 

 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
৯০ বার পড়া হয়েছে

দুর্গমপাহাড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন

আপডেট সময় ১০:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

দুর্গমপাহাড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন।

বান্দরবানের দুর্গম পাহাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের আনন্দ উদযাপন করেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ ডিসেম্বর) সেনাবাহিনীর ৯৭ পদাতিক বিগ্রেডের তত্ত্বাবধানে রুমা জোনের ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও বগালেকপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রিস্টান ধর্মালম্বী ও চার্চে বড়দিন উপলক্ষে কেক বিতরণ ও বাচ্চাদের উপহার সামগ্রী দেয়ার মাধ্যমে বড় দিন উদযাপন করা হয়।

এসময় সেনাবাহিনীর সঙ্গে বড়দিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে পারায় উচ্ছ্বাস দেখা যায় পাড়াবাসীর মধ্যে। দুর্গম পাহাড়ে নিরাপত্তা দেয়ার পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বড়দিন উপলক্ষে সেনাবাহিনী দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণ প্রীতি ফুটবল প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে।


রুমা ও থানচি উপজেলার সুংসুং পাড়া, থাইকং পাড়া, নতুন রোমানা পাড়া, পুরাতন রোমানা পাড়া, লোন থাঊচি পাড়া, উদ্যোমী জাদিপাই পাড়া, জাদিপাই পাড়া, দার্জিলিং পাড়া, ধোপানীছড়া পাড়া, খুমী পাড়া, বগালেক পাড়া, সৈকত পাড়া, নতুন কেষ্ট পাড়া, পুরাতন কেষ্ট পাড়া, জনেরাম পাড়া, রুংতন পাড়া, প্রং ফুং পাড়া, হারমন পাড়া, কমলা বাজার পাড়া, ফাইনং পাড়া, খুলিয়ান পাড়া, লিয়ানতং খুমী পাড়া, কেউতাই পাড়া, অংশাই খুমী পাড়া, আনন্দ পাড়াসহ সর্বমোট ২৫ টি দুর্গম এলাকায় বড় দিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এসব কর্মকাণ্ড পালন করে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জন্য জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাড়ায় বসবাসকারী সব জনগোষ্ঠীর নিরাপত্তা দেয়ার পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানায় প্রতিনিধিরা।