ব্রেকিং নিউজ :
নেতানিয়াহু কী গ্রেফতার হবেন?
নেতানিয়াহু কী গ্রেফতার হবেন?
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেকের প্রশ্ন তারা গ্রেফতার হবেন কি না। কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা কীভাবে কার্যকর হবে। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। যদিও ইসরাইলের দাবি, গত জুলাই মাসে দেইফ মারা গেছেন।
যদিও কিছু ব্যতিক্রম ছাড়া আইসিসি সাধারণত অনুপস্থিত আসামিদের বিচার করে না। যার অর্থ দাঁড়ায়, সম্ভবত নেতানিয়াহু এবং গ্যালান্ত আইসিসির কোনো সদস্য রাষ্ট্রে ভ্রমণ করা বা গ্রেফতার না হওয়া কিংবা দু’জনকে হেগে না আনা পর্যন্ত তাদের বিচারের মুখোমুখি হবার সম্ভাবনা নেই।
ফলে পরোয়ানা জারি হলেও নেতানিয়াহু কিংবা গ্যালান্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের মুখোমুখি হতে হবে না। তবে এরপর থেকে তাদের জন্য যেকোনো দেশে ভ্রমণ করা জটিল হবে, একইসঙ্গে এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করার হুমকি তৈরি হলো।
সূত্র: বিবিসি বাংলা
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইসিসির গ্রেফতারি পরোয়ানা গাজা যুদ্ধ গ্রেফতারি পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু