ব্রেকিং নিউজ :
পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া, বিশ্ব রেকর্ড হাতছাড়া রিজওয়ানের
পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া, বিশ্ব রেকর্ড হাতছাড়া রিজওয়ানের।
প্রথম ওয়ানডেতে পাকিস্তান প্রায় জিতেই যাচ্ছিল, তাদের মুখ থেকে জয় ছিনিয়ে নেন এক প্যাট কামিন্স। ৩২ রানের ইনিংস খেলে স্বাগতিকদের জয় উপহার দেন অজি ক্যাপ্টেন। ওই ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন হারিস রউফ, দ্বিতীয় ম্যাচে নিজেকে গেলেন ছাড়িয়ে। তাতে সফরকারীদের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া।
রউফের ৫ উইকেট পাওয়ার দিনে ১৬৩ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। এরপর সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক ও বাবর আজমের ব্যাটে ৯ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ৭১ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আয়ুব। ইনিংসে ৬টা ছক্কা ও ৫টা চার মেরেছেন পাকিস্তানি ওপেনার। শফিক ৬৪ ও বাবর আজম ১৫ রান করেন।
পাকিস্তানের এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা হলো। আগের ম্যাচে অস্ট্রেলিয়া ২ উইকেটে জিতেছিল। পার্থে সিরিজের শেষ ম্যাচ ১০ নভেম্বর।
এর আগে রউফ ও শাহিন শাহ আফ্রিদির তোপে শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরে পাকিস্তান দুই ওপেনার ফ্রেসার ম্যাকগার্ক ও ম্যাথু শর্টকে ফেরান আফ্রিদি। এরপর শুরু হয় রউফের গতির ঝড়। সেই ঝড়ে জস ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সরা উড়ে যান।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভ স্মিথ করেন দলীয় সর্বোচ্চ ৩৫ রান। হারিস রউফ ৫ উইকেট নেন ২৯ রানে। ওয়ানডেতে এটা তার দ্বিতীয় বারের মতো ফাইফারের ঘটনা। আফ্রিদি ৩, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন নেন একটি করে উইকেট।
এ ম্যাচে মোট ৬টি ক্যাচ ধরেছেন মোহাম্মদ রিজওয়ান, উইকেটরক্ষক হিসেবে যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৬টি ক্যাচ ধরার বহু নজির থাকলেও কেউ ৭টি ক্যাচ ধরেননি। সেই বিশ্ব এককভাবে নিজের নামে লেখার সুযোগ ছিল রিজওয়ানের, কিন্তু অ্যাডাম জাম্পার ক্যাচ ফেলে রেকর্ড হাতছাড়া করেন পাকিস্তান উইকেটরক্ষক।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ক্রিকেট খেলা পাকিস্তান-অস্ট্রেলিয়া মোহাম্মদ রিজওয়ান