ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

পারমাণবিক আলোচনা ফেরাতে ইরানকে মোটা অঙ্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা থেকে তেহরান সরে যাওয়ার পর এবার সেই আলোচনা আবার শুরু করতে নানা লোভনীয় প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

গত ১৩ জুন দখলদার ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসে তেহরান।

তবে যুদ্ধবিরতির পর, ইরানকে আবার আলোচনায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কয়েকটি আর্থিক ও কূটনৈতিক সুবিধার প্রস্তাব দিয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তাব দিয়েছে— যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রেখে কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ফিরে আসে, তাহলে অন্তত ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সহায়তা করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিলও ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিরা ইরানের কূটনীতিকদের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতির পরও সেই আলোচনা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের মূল শর্ত হলো— ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। তবে ইরান তাদের অবস্থানে অনড় থেকেছে, তারা দাবি করছে বেসামরিক কাজে ব্যবহারের জন্যই ইউরেনিয়াম প্রয়োজন।

বিকল্প প্রস্তাব হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, যদি তেহরান সমৃদ্ধকরণ না করে, তবে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে তাদের পারমাণবিক অবকাঠামো পরিচালনার সুযোগ দেওয়া হবে, যা পুরোপুরি বেসামরিক হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
২৭ বার পড়া হয়েছে

পারমাণবিক আলোচনা ফেরাতে ইরানকে মোটা অঙ্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৯:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা থেকে তেহরান সরে যাওয়ার পর এবার সেই আলোচনা আবার শুরু করতে নানা লোভনীয় প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

গত ১৩ জুন দখলদার ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসে তেহরান।

তবে যুদ্ধবিরতির পর, ইরানকে আবার আলোচনায় ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কয়েকটি আর্থিক ও কূটনৈতিক সুবিধার প্রস্তাব দিয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তাব দিয়েছে— যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রেখে কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ফিরে আসে, তাহলে অন্তত ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে সহায়তা করা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিলও ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সূত্র জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিরা ইরানের কূটনীতিকদের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতির পরও সেই আলোচনা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের মূল শর্ত হলো— ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। তবে ইরান তাদের অবস্থানে অনড় থেকেছে, তারা দাবি করছে বেসামরিক কাজে ব্যবহারের জন্যই ইউরেনিয়াম প্রয়োজন।

বিকল্প প্রস্তাব হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, যদি তেহরান সমৃদ্ধকরণ না করে, তবে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে তাদের পারমাণবিক অবকাঠামো পরিচালনার সুযোগ দেওয়া হবে, যা পুরোপুরি বেসামরিক হবে।