ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

পিটিআই’র বিক্ষোভ : মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পিটিআই’র বিক্ষোভ : মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকারসহ মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান করতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ নভেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, পিটিআই’র প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির মধ্যে এই আহ্বান জানান মিলার।
 
 
এরইমধ্যে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে ইমরানের সমর্থকদের রাজধানীর ডি-চকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে না দেয়ার হুঁশিয়ারি দেয় সরকার। 
 
পিটিআই সমর্থকদের বাধা দেয়ার জন্য কৌশলগতভাবে কন্টেইনার এবং কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

মঙ্গলবার সকালে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মিলারকে পিটিআই সমর্থকদের বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে বলা হয়।
 
জবাবে মিলার বলেন, ‘পাকিস্তান এবং সারা বিশ্বে আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সভা সমিতিকে সমর্থন করি।’
 
মিলার আরও বলেন, ‘আমরা পাকিস্তানের বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান এবং পাকিস্তানের আইন ও সংবিধানের প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।  কারণ তারা আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে।’
 
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলের ‘রেড জোন’; যেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো রয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী তাদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে।
 
এরইমধ্যে ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে মঙ্গলবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। 
 
 
ইমরান খান তার সমর্থকদের প্রতি ‘চূড়ান্ত’ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানোর প্রেক্ষিতে এই বিক্ষোভ সমাবেশে নামেন সমর্থকরা। ইমরান তাদের দাবি পূরণ না করা পর্যন্ত রাজধানীতে থাকার আহ্বান জানান।
 
ইমরান খান বেশ কয়েক মামলায় অভিযুক্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইমরান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে

পিটিআই’র বিক্ষোভ : মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

পিটিআই’র বিক্ষোভ : মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকারসহ মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান করতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ নভেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, পিটিআই’র প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকদের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির মধ্যে এই আহ্বান জানান মিলার।
 
 
এরইমধ্যে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে ইমরানের সমর্থকদের রাজধানীর ডি-চকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে না দেয়ার হুঁশিয়ারি দেয় সরকার। 
 
পিটিআই সমর্থকদের বাধা দেয়ার জন্য কৌশলগতভাবে কন্টেইনার এবং কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

মঙ্গলবার সকালে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে মিলারকে পিটিআই সমর্থকদের বিক্ষোভের পাশাপাশি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে বলা হয়।
 
জবাবে মিলার বলেন, ‘পাকিস্তান এবং সারা বিশ্বে আমরা মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সভা সমিতিকে সমর্থন করি।’
 
মিলার আরও বলেন, ‘আমরা পাকিস্তানের বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান এবং পাকিস্তানের আইন ও সংবিধানের প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানাই।  কারণ তারা আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে।’
 
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলের ‘রেড জোন’; যেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো রয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী তাদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে।
 
এরইমধ্যে ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে মঙ্গলবার অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। 
 
 
ইমরান খান তার সমর্থকদের প্রতি ‘চূড়ান্ত’ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানোর প্রেক্ষিতে এই বিক্ষোভ সমাবেশে নামেন সমর্থকরা। ইমরান তাদের দাবি পূরণ না করা পর্যন্ত রাজধানীতে থাকার আহ্বান জানান।
 
ইমরান খান বেশ কয়েক মামলায় অভিযুক্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইমরান।