ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’র আগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।’ 
 
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই।’ 
 

সামরিক সহযোগিতা আগের মতোই চলছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো, যৌথ যে মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’
 
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’র আগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।’ 
 
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই।’ 
 

সামরিক সহযোগিতা আগের মতোই চলছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো, যৌথ যে মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’
 
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।