ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’র আগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।’ 
 
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই।’ 
 

সামরিক সহযোগিতা আগের মতোই চলছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো, যৌথ যে মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’
 
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বললেন ভারতীয় সেনাপ্রধান?

সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

 

ভারতের সেনাবাহিনীর ‘আর্মি ডে’র আগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা আমাদের একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন আমি আপনাকে সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকেও বিষয়টা একই। কৌশলগত কারণে আমাদের জন্যও বাংলাদেশ গুরুত্বপূর্ণ।’ 
 
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই।’ 
 

সামরিক সহযোগিতা আগের মতোই চলছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো, যৌথ যে মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে।’
 
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম সঠিক রয়েছে।