ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সিরিয়ায় আইডিএফ’র হামলা নিয়ে প্রশ্ন: ইসরায়েলের অভিযান থামবে কোথায়? Logo ভারতে অবস্থানকারী অতিথিদের প্রসঙ্গে মমতা: ‘আ.লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদি সরকার’ Logo সংখ্যানুপাতিক নির্বাচন না বুঝলে রাজনীতি ছাড়ার আহ্বান নুরের Logo জামায়াতের জনসভা সামনে রেখে বিশেষ ট্রেন চালু, নিয়মভঙ্গ হয়নি বলে জানাল রেলওয়ে Logo কর্মসংস্থানের সংকট ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: উপদেষ্টা আসিফ মাহমুদ Logo গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ানো হয়েছে Logo যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ, ইসরায়েলকে ‘বাঁধা কুকুর’ বললেন খামেনি Logo আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি Logo ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৬০ Logo গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা

ভারতে অবস্থানকারী অতিথিদের প্রসঙ্গে মমতা: ‘আ.লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদি সরকার’

নিজস্ব সংবাদ :

ছবি : সংগৃহিত

ভারত সরকারের নীতির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকজন অতিথিকে ভারত সরকার আশ্রয় দিয়েছে—আমি কি বাধা দিয়েছি? দেইনি, কারণ এটি একটি রাজনৈতিক বিষয়।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাঙালিদের হেনস্তা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মমতা পরোক্ষভাবে ইঙ্গিত করেন যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাকর্মী বর্তমানে ভারত সরকারের সহায়তায় কলকাতায় অবস্থান করছেন।

মোদি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হয়—এটা কি ঠিক? যদি বাংলাদেশিদের নিয়ে এতো আপত্তি থাকে, তাহলে কিছু বাংলাদেশিকে ‘অতিথি’ হিসেবে রেখে দেওয়া হয়েছে কেন? অথচ তাদের কলকাতায় অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার কোনো বিরোধিতা করেনি।”

তিনি আরও বলেন, ভারতের যেকোনো নাগরিক দেশের যেকোনো প্রান্তে যাওয়ার অধিকার রাখেন। কিন্তু বিভিন্ন রাজ্যে যখন কেউ বাংলায় কথা বলেন, তখন তাদের বাংলাদেশি বলা হয়, এমনকি নির্বাসনের হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, অনেকে তো বাংলাভাষীদের রোহিঙ্গা বলেও আখ্যা দিচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে যেসব বাঙালি উদ্বাস্তু ভারতে এসেছিলেন, তারা সবাই বৈধ নাগরিক, এবং তাদের বাংলাদেশি বলা অন্যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
০ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানকারী অতিথিদের প্রসঙ্গে মমতা: ‘আ.লীগ নেতাদের আশ্রয় দিয়েছে মোদি সরকার’

আপডেট সময় ০৯:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ভারত সরকারের নীতির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকজন অতিথিকে ভারত সরকার আশ্রয় দিয়েছে—আমি কি বাধা দিয়েছি? দেইনি, কারণ এটি একটি রাজনৈতিক বিষয়।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) কলকাতার নিউটাউনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাঙালিদের হেনস্তা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মমতা পরোক্ষভাবে ইঙ্গিত করেন যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাকর্মী বর্তমানে ভারত সরকারের সহায়তায় কলকাতায় অবস্থান করছেন।

মোদি সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হয়—এটা কি ঠিক? যদি বাংলাদেশিদের নিয়ে এতো আপত্তি থাকে, তাহলে কিছু বাংলাদেশিকে ‘অতিথি’ হিসেবে রেখে দেওয়া হয়েছে কেন? অথচ তাদের কলকাতায় অবস্থানে পশ্চিমবঙ্গ সরকার কোনো বিরোধিতা করেনি।”

তিনি আরও বলেন, ভারতের যেকোনো নাগরিক দেশের যেকোনো প্রান্তে যাওয়ার অধিকার রাখেন। কিন্তু বিভিন্ন রাজ্যে যখন কেউ বাংলায় কথা বলেন, তখন তাদের বাংলাদেশি বলা হয়, এমনকি নির্বাসনের হুমকিও দেওয়া হয়। শুধু তাই নয়, অনেকে তো বাংলাভাষীদের রোহিঙ্গা বলেও আখ্যা দিচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ১৯৭১ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে যেসব বাঙালি উদ্বাস্তু ভারতে এসেছিলেন, তারা সবাই বৈধ নাগরিক, এবং তাদের বাংলাদেশি বলা অন্যায়।