ব্রেকিং নিউজ :
ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, ব্যয় কত?
ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, ব্যয় কত?
ভারত ও পাকিস্তান থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৫৮১ কোটি ৪১ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে।
এতে ব্যয় হবে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৫৪.১৪ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে চিনি, এলএনজি, সয়াবিন তেল, পাম তেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live খাদ্য মন্ত্রণালয় চাল আমদানি বাংলাদেশ ভারত-পাকিস্তান সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক