ব্রেকিং নিউজ :
মার্কিন নির্বাচন : ট্রাম্প নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করলে যা করবে ডেমোক্রেটরা
মার্কিন নির্বাচন : ট্রাম্প নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করলে যা করবে ডেমোক্রেটরা।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনেও ফল ঘোষণার আগেই যদি ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেন তাহলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ডেমোক্রেটরা। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে কমলার প্রচারণা শিবির। ২০২০ সালের নির্বাচনে একই কাণ্ড করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, তিনি হয়তো নির্বাচনের দিনেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে সক্ষম হবেন। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চূড়ান্ত ফলাফল জানার জন্য বেশ কয়েকদিন সময় লাগতে পারে। বিশেষ করে যদি কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ভোট পুনর্গণনার দাবি থাকে।
মার্কিন নির্বাচনে বিজয়ীর নাম সাধারণত শীর্ষ গণমাধ্যমগুলোতে ঘোষণা করা হয়। নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়ে তারা জয়ী প্রার্থীর নাম প্রকাশ করেন। কিন্তু কখনও কখনও গণমাধ্যমে নাম ঘোষণার আগেই প্রার্থী নিজেকে জয়ী দাবি করেন। কিন্তু কোনো প্রার্থীর বিজয় মোটামুটি নিশ্চিত না হওয়ার আগে এমন করাটা অস্বাভাবিক।
বুধবার (৩০ অক্টোবর) এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, ‘আমরা প্রস্তুত, যদি ট্রাম্প এমন কাজ করেন তাহলে আমরা ব্যবস্থা নেব। যদি আমরা খবর পাই যে তিনি প্রেসকে ম্যানুপুলেট করছেন এবং আমেরিকান জনগণের ঐকমত্যের বিরুদ্ধে গিয়ে কোন অবস্থান নিচ্ছেন; তাহলে আমরা এর কড়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবো।’
তবে কী প্রতিক্রিয়া জানাতে পারেন সে বিষয়ে কমলা বিস্তারিত জানাননি। কিন্তু ডেমোক্রেটিক পার্টির ছয় কর্মকর্তা এবং কমলার প্রচারাভিযানের কর্মকর্তারা বলেছেন যে, ট্রাম্প নিজেকে আগাম বিজয়ী দাবি করলে এর বিরুদ্ধে প্রাথমিক লড়াই জনমতের আদালতে দেয়া হবে। নির্বাচনের ফল নিজের দিকে টানার বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলগুলোকে ট্রাম্প প্রভাবিত করতে পারেন বলেও দাবি কমলার।
ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প নিজেকে মিথ্যা বিজয়ী দাবি করলে সঙ্গে সঙ্গে আমরা টিভিতে সঠিক তথ্য তুলে ধরবো।’
এদিকে কমলার প্রচারাভিযানের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের জানান, তারা আশঙ্কা করছেন, মঙ্গলবার রাতেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন।
২০২০ সালে, নির্বাচনের কয়েক ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প নিজেকে জয়ী দাবি করেন। তখনও টেলিভিশন নেটওয়ার্কগুলোতে ফল নিয়ে কোন ঘোষণা দেয়া হয়নি।
শেষ পর্যন্ত তিনি তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। তবে তিনি কখনই এই ফলাফল গ্রহণ করেননি এবং দাবি করেছেন যে ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে জয় ছিনিয়ে নেয়া হয়েছিল।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আদালত ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচন বিজয়ী প্রার্থী