ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি Logo হাদির ওপর হামলার প্রভাব পড়বে না নির্বাচনে, নির্ধারিত সময়েই ভোট: ইসি সদস্য Logo জার্মানির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত থাকার অভিযোগ

রতন টাটার ৩৮০০ কোটি রুপির সম্পত্তির কে কী পেল?

নিজস্ব সংবাদ :

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন ভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। সেই থেকেই আলোচনায় থেকেছে তার উইল। রতন টাটার দানশীলতার কথা সবারই জানা। তার উইলেও যেন মিললো তারই প্রমাণ।

 

টাটার ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের উইলে তার সম্পদ বণ্টনের রূপরেখা দেয়া হয়েছে। সেখানে রতন টাটা তার প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির বড় অংশই দান করেছেন ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে।

 

এই দুটিই দাতব্য সংস্থা। অর্থাৎ দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পে। উইলেও উল্লেখ করা হয়েছে, কোনো অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
 
বরাবরই দানশীল হিসেবে পরিচিত রতন টাটা। বিভিন্ন দাতব্য কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন। একই উদ্দেশ্যে তৈরি রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্টও। এবার জানা গেল বিপুল দানকৃত অর্থ ওই দুই সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। 
 
রতন টাটা তার সম্পত্তির একটি বড় অংশ দান করলেও, পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, কর্মী এবং প্রিয় পোষ্য- কাউকেই বঞ্চিত করেননি। 
 
গত ৯ অক্টোবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় বর্ষীয়ান এই শিল্পপতির। কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারী। টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন রতন টাটা। 
আর কেবল যদি ভারতের কথাই হয়, লবণ থেকে মোটরগাড়ি – একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে কাছের ‘বন্ধু’ টাটা। টাটা গোষ্ঠীর পণ্যের প্রতি এই আস্থা বা বিশ্বাস জাগানো রতন টাটার জীবনের অন্যতম সাফল্য। 
এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছিল ব্যবসায়িক সাম্রাজ্য। পাশাপাশি বহু জনহিতৈষী কাজেও নিজেকে আজীবন বেধে রেখেছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস, সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
১১৮ বার পড়া হয়েছে

রতন টাটার ৩৮০০ কোটি রুপির সম্পত্তির কে কী পেল?

আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন ভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। সেই থেকেই আলোচনায় থেকেছে তার উইল। রতন টাটার দানশীলতার কথা সবারই জানা। তার উইলেও যেন মিললো তারই প্রমাণ।

 

টাটার ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের উইলে তার সম্পদ বণ্টনের রূপরেখা দেয়া হয়েছে। সেখানে রতন টাটা তার প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির বড় অংশই দান করেছেন ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে।

 

এই দুটিই দাতব্য সংস্থা। অর্থাৎ দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পে। উইলেও উল্লেখ করা হয়েছে, কোনো অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
 
বরাবরই দানশীল হিসেবে পরিচিত রতন টাটা। বিভিন্ন দাতব্য কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন। একই উদ্দেশ্যে তৈরি রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্টও। এবার জানা গেল বিপুল দানকৃত অর্থ ওই দুই সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। 
 
রতন টাটা তার সম্পত্তির একটি বড় অংশ দান করলেও, পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, কর্মী এবং প্রিয় পোষ্য- কাউকেই বঞ্চিত করেননি। 
 
গত ৯ অক্টোবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় বর্ষীয়ান এই শিল্পপতির। কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারী। টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন রতন টাটা। 
আর কেবল যদি ভারতের কথাই হয়, লবণ থেকে মোটরগাড়ি – একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে কাছের ‘বন্ধু’ টাটা। টাটা গোষ্ঠীর পণ্যের প্রতি এই আস্থা বা বিশ্বাস জাগানো রতন টাটার জীবনের অন্যতম সাফল্য। 
এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছিল ব্যবসায়িক সাম্রাজ্য। পাশাপাশি বহু জনহিতৈষী কাজেও নিজেকে আজীবন বেধে রেখেছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস, সংবাদ প্রতিদিন