ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশি বাধা, সাংবাদিকসহ আহত ৩৮ Logo সাম্য হত্যা: ঢাবিতে বৃহস্পতিবার শোক, আধাবেলা ক্লাস-পরীক্ষা স্থগিত Logo জুনের মধ্যে বিদেশি ঋণের সাড়ে তিন বিলিয়ন ডলার আসবে: গভর্নর Logo জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ Logo যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, মুজিববাদী বামদের মাফ নাই: উপদেষ্টা মাহফুজ Logo ভারত-পাকিস্তানের পরিস্থিতি দ্রুত শান্ত চান ট্রাম্প: হোয়াইট হাউজ Logo ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের Logo সিলেট সীমান্তের ওপারে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারত Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

রতন টাটার ৩৮০০ কোটি রুপির সম্পত্তির কে কী পেল?

নিজস্ব সংবাদ :

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন ভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। সেই থেকেই আলোচনায় থেকেছে তার উইল। রতন টাটার দানশীলতার কথা সবারই জানা। তার উইলেও যেন মিললো তারই প্রমাণ।

 

টাটার ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের উইলে তার সম্পদ বণ্টনের রূপরেখা দেয়া হয়েছে। সেখানে রতন টাটা তার প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির বড় অংশই দান করেছেন ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে।

 

এই দুটিই দাতব্য সংস্থা। অর্থাৎ দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পে। উইলেও উল্লেখ করা হয়েছে, কোনো অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
 
বরাবরই দানশীল হিসেবে পরিচিত রতন টাটা। বিভিন্ন দাতব্য কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন। একই উদ্দেশ্যে তৈরি রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্টও। এবার জানা গেল বিপুল দানকৃত অর্থ ওই দুই সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। 
 
রতন টাটা তার সম্পত্তির একটি বড় অংশ দান করলেও, পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, কর্মী এবং প্রিয় পোষ্য- কাউকেই বঞ্চিত করেননি। 
 
গত ৯ অক্টোবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় বর্ষীয়ান এই শিল্পপতির। কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারী। টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন রতন টাটা। 
আর কেবল যদি ভারতের কথাই হয়, লবণ থেকে মোটরগাড়ি – একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে কাছের ‘বন্ধু’ টাটা। টাটা গোষ্ঠীর পণ্যের প্রতি এই আস্থা বা বিশ্বাস জাগানো রতন টাটার জীবনের অন্যতম সাফল্য। 
এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছিল ব্যবসায়িক সাম্রাজ্য। পাশাপাশি বহু জনহিতৈষী কাজেও নিজেকে আজীবন বেধে রেখেছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস, সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
৩৪ বার পড়া হয়েছে

রতন টাটার ৩৮০০ কোটি রুপির সম্পত্তির কে কী পেল?

আপডেট সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

২০২৪ সালের ৯ অক্টোবর প্রয়াত হন ভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। সেই থেকেই আলোচনায় থেকেছে তার উইল। রতন টাটার দানশীলতার কথা সবারই জানা। তার উইলেও যেন মিললো তারই প্রমাণ।

 

টাটার ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের উইলে তার সম্পদ বণ্টনের রূপরেখা দেয়া হয়েছে। সেখানে রতন টাটা তার প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির বড় অংশই দান করেছেন ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে।

 

এই দুটিই দাতব্য সংস্থা। অর্থাৎ দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পে। উইলেও উল্লেখ করা হয়েছে, কোনো অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
 
বরাবরই দানশীল হিসেবে পরিচিত রতন টাটা। বিভিন্ন দাতব্য কাজের জন্য তিনি তৈরি করেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন। একই উদ্দেশ্যে তৈরি রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্টও। এবার জানা গেল বিপুল দানকৃত অর্থ ওই দুই সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে। 
 
রতন টাটা তার সম্পত্তির একটি বড় অংশ দান করলেও, পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, কর্মী এবং প্রিয় পোষ্য- কাউকেই বঞ্চিত করেননি। 
 
গত ৯ অক্টোবর ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় বর্ষীয়ান এই শিল্পপতির। কেবল একজন ব্যবসায়ী নন, ছিলেন নতুন পথের দিশারী। টাটা গোষ্ঠীকে বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন রতন টাটা। 
আর কেবল যদি ভারতের কথাই হয়, লবণ থেকে মোটরগাড়ি – একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে কাছের ‘বন্ধু’ টাটা। টাটা গোষ্ঠীর পণ্যের প্রতি এই আস্থা বা বিশ্বাস জাগানো রতন টাটার জীবনের অন্যতম সাফল্য। 
এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছিল ব্যবসায়িক সাম্রাজ্য। পাশাপাশি বহু জনহিতৈষী কাজেও নিজেকে আজীবন বেধে রেখেছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস, সংবাদ প্রতিদিন