ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল গ্রেফতার Logo কুড়িগ্রামে সাবেক নারী এমপি নাজনীন আটক Logo শাশুড়ি দেখায় পরকীয়া প্রেমিককে নিয়ে গলায় ফাঁস নিলেন গৃহবধূ Logo সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ Logo অবশিষ্ট স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করছে – তারেক রহমান Logo আবু সাঈদের নামে কোচিং সেন্টার, শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা Logo হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ Logo সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ তিন, স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo মোস্তফা সরয়ার ফারুকী/ সরকার মতপ্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ Logo জাতীয় নাগরিক কমিটির সেল ও উপ কমিটি গঠন

সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ।

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা প্রশংসা করে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, দেশের রাজনীতিতে নারীরা সব সময় অবহেলিত। তাদের উঠিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়নি। বরং বারবার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ রাজনৈতিকভাবে বন্ধ করা হয়েছে। অথচ নারীরা সুযোগ পেলেই দেশ ও দেশের মানুষের জন্য রাস্তায় নামেন এবং আন্দোলন করেন।

শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন প্রমুখ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থানে সফলতা আসত কিনা তা নিয়ে সন্দেহ আছে। আন্দোলনে নারীদের ছবি আমাদের মনে করিয়ে দেয় নারীরা ঘরে বসে থাকার জন্য নয়। আমরা চাই আগামীর বাংলাদেশে নারী নেতৃত্ব বৃদ্ধি পাক। সেজন্য সব জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ভুলে যাওয়া সম্ভব নয়। তারা সামনে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নারীদের চলা পথে যত সমস্যা রয়েছে—সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। তিনি বলেন, নারীদের নিরাপত্তাহীনতা এক দিনের নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

সামান্তা শারমিন বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে কখনোই নারীদের তুলে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নারী নেতৃত্বে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে।

উমামা ফাতেমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীরা ভূমিকা রেখেছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা অনেকটাই হারিয়ে গেছেন। অথচ সুযোগ পেলেই নারীরা ঝুঁকি নিয়ে রাজপথে নামেন এবং নেতৃত্ব দেন। তারা কিন্তু রাজনৈতিক হিসাব করেন না। তারা দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
২ বার পড়া হয়েছে

সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ

আপডেট সময় ০৩:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ।

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা প্রশংসা করে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, দেশের রাজনীতিতে নারীরা সব সময় অবহেলিত। তাদের উঠিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়নি। বরং বারবার বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে নারীদের বঞ্চিত করা হয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ রাজনৈতিকভাবে বন্ধ করা হয়েছে। অথচ নারীরা সুযোগ পেলেই দেশ ও দেশের মানুষের জন্য রাস্তায় নামেন এবং আন্দোলন করেন।

শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন প্রমুখ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থানে সফলতা আসত কিনা তা নিয়ে সন্দেহ আছে। আন্দোলনে নারীদের ছবি আমাদের মনে করিয়ে দেয় নারীরা ঘরে বসে থাকার জন্য নয়। আমরা চাই আগামীর বাংলাদেশে নারী নেতৃত্ব বৃদ্ধি পাক। সেজন্য সব জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ভুলে যাওয়া সম্ভব নয়। তারা সামনে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নারীদের চলা পথে যত সমস্যা রয়েছে—সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। তিনি বলেন, নারীদের নিরাপত্তাহীনতা এক দিনের নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

সামান্তা শারমিন বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব উঠে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে কখনোই নারীদের তুলে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়নি। তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নারী নেতৃত্বে গুরুত্ব দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে।

উমামা ফাতেমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীরা ভূমিকা রেখেছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা অনেকটাই হারিয়ে গেছেন। অথচ সুযোগ পেলেই নারীরা ঝুঁকি নিয়ে রাজপথে নামেন এবং নেতৃত্ব দেন। তারা কিন্তু রাজনৈতিক হিসাব করেন না। তারা দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম করেন।