ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

সাত মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত, নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব সংবাদ :

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে সাতটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে তিনটি হত্যাকাণ্ডসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, এসব মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং বাকি তিনটি পাঁচলাইশ থানা এলাকায় দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।

এদিকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চান্দগাঁও থানার দুটি মামলায় ছোট সাজ্জাদকে নতুন করে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানের সময় বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাকাণ্ডসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা চলমান। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৪৫ বার পড়া হয়েছে

সাত মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত, নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ

আপডেট সময় ১১:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে সাতটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে তিনটি হত্যাকাণ্ডসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, এসব মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং বাকি তিনটি পাঁচলাইশ থানা এলাকায় দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।

এদিকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে চান্দগাঁও থানার দুটি মামলায় ছোট সাজ্জাদকে নতুন করে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানের সময় বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাকাণ্ডসহ মোট ১৯টি মামলা রয়েছে। তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা চলমান। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন।