ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দিল্লি রেলস্টেশনে ভিড়, হুড়োহুড়িতে ১৮ জনের প্রাণহানি Logo সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে মামলা-জরিমানার নির্দেশ বাতিল Logo ছাতক থানার নতুন ওসি মোখলেছুর রহমান আকন্দের যোগদান Logo সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ না কাটতেই কারিনার পোস্ট নিয়ে নতুন আলোচনা Logo ৩টি কঠিন অভিজ্ঞতার কথা জানালেন চিত্রনায়িকা পরীমণি Logo ষড়যন্ত্র রুখে সমতার মন্ত্রে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় উদীচীর Logo আওয়ামী লীগকে নিষিদ্ধে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: উপদেষ্টা আসিফ Logo সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও তার ছেলের নামে অবৈধ সম্পদ অর্জনের মামলা Logo চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের অনুপ্রবেশ, ১০ লাখ টাকা জরিমানা Logo উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির ১৫ সুপারিশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির ১৫ সুপারিশ।

জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এনআইএলজি ভবনে স্থানীয় সরকারে আলাদা বাজেট, দলীয় প্রতীকে নির্বাচন না করা, সংসদ সদস্য ও আমলাদের হস্তক্ষেপ স্থানীয় সরকারে যেন না থাকে সেজন্য জাতীয় নাগরিক কমিটি ১৫ দফা সুপারিশ জমা দেয় স্থানীয় সরকার ব্যবস্থা কমিটির কাছে।

সুপারিশ জমা দেয়ার পর নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংস্কার কমিশনের দেয়া প্রদেশের প্রস্তাব অপ্রয়োজনীয়। তবে জেলা সরকার বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

 

পরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেন, ‘সুচিন্তিত ও ইতিবাচক সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি।’

বিদ্যমান পদ্ধতি অনেক ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘মেয়র-চেয়ারম্যানদের কীভাবে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কাজ করছে কমিশন। একইসঙ্গে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত থাকার প্রস্তাব করবে কমিশন। গ্রামের সালিশ প্রথার সঙ্গে লিংক থাকবে। বিচার বিভাগের সঙ্গে সালিশ প্রথার সাথে লিংক ছিল না এখন লিংক করার প্রস্তাব করা হবে। মোটকথা জেলাকে শক্তিশালী করতে হবে।’

আরও পড়ুন: ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে: জাতীয় নাগরিক কমিটি

তোফায়েল আহমেদ বলেন, ‘পার্বত্য জেলার নির্বাচন আগে হোক। অন্য স্থানীয় নির্বাচন সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে কমিশনের বক্তব্য নেই।’

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক এবং ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক আলী নাসের খান ও সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির ১৫ সুপারিশ

আপডেট সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নাগরিক কমিটির ১৫ সুপারিশ।

জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এনআইএলজি ভবনে স্থানীয় সরকারে আলাদা বাজেট, দলীয় প্রতীকে নির্বাচন না করা, সংসদ সদস্য ও আমলাদের হস্তক্ষেপ স্থানীয় সরকারে যেন না থাকে সেজন্য জাতীয় নাগরিক কমিটি ১৫ দফা সুপারিশ জমা দেয় স্থানীয় সরকার ব্যবস্থা কমিটির কাছে।

সুপারিশ জমা দেয়ার পর নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংস্কার কমিশনের দেয়া প্রদেশের প্রস্তাব অপ্রয়োজনীয়। তবে জেলা সরকার বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

 

পরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেন, ‘সুচিন্তিত ও ইতিবাচক সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি।’

বিদ্যমান পদ্ধতি অনেক ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘মেয়র-চেয়ারম্যানদের কীভাবে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কাজ করছে কমিশন। একইসঙ্গে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আদালত থাকার প্রস্তাব করবে কমিশন। গ্রামের সালিশ প্রথার সঙ্গে লিংক থাকবে। বিচার বিভাগের সঙ্গে সালিশ প্রথার সাথে লিংক ছিল না এখন লিংক করার প্রস্তাব করা হবে। মোটকথা জেলাকে শক্তিশালী করতে হবে।’

আরও পড়ুন: ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে: জাতীয় নাগরিক কমিটি

তোফায়েল আহমেদ বলেন, ‘পার্বত্য জেলার নির্বাচন আগে হোক। অন্য স্থানীয় নির্বাচন সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে কমিশনের বক্তব্য নেই।’

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নির্বাহী সদস্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সংগঠক এবং ক্রাইসিস রেসপন্স সেল সম্পাদক আলী নাসের খান ও সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ।