ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ‍্যালার্ট জারির বিষয়েও কোনও তথ‍্য নেই তাদের কাছে।

সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

এ সময় তিনি আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশির সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের ব‍্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। দেশটিতে বাংলাদেশ মিশন এ নিয়ে খোঁজখবর নিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক কারণে রোমানিয়াসহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান রফিকুল আলম।

প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। ওই মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৩২ বার পড়া হয়েছে

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ‍্যালার্ট জারির বিষয়েও কোনও তথ‍্য নেই তাদের কাছে।

সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

এ সময় তিনি আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশির সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের ব‍্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। দেশটিতে বাংলাদেশ মিশন এ নিয়ে খোঁজখবর নিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক কারণে রোমানিয়াসহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান রফিকুল আলম।

প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। ওই মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।