ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

১০০ বিলিয়নের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি সফরে যাবেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

আগামী মাসে সৌদি আরব সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হতে পারে এই আরব দেশকে। খবরটি বেশ কয়েকটি সূত্রের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অস্ত্র সরবরাহে যুক্ত থাকতে পারে, লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল অ্যাটোমিক্সের মতো সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আসন্ন এই সফরে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে পারেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হিসেবে বেশ কিছু সামরিক চুক্তির চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার ট্রাম্প আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেই খবর।

বাইডেন প্রশাসন সেসময় চীনের কাছ থেকে অস্ত্র না কেনা ও বেইজিংয়ের বিনিয়োগ কমানোর প্রস্তাবে সৌদি আরবকে আরও উন্নত মার্কিন অস্ত্র দেয়ার কথা বলেছিল।

তবে হোয়াইট হাউজ বা সৌদি প্রশাসন কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বহু বছর ধরে অস্ত্র সরবরাহ করে আসলেও এতে ভাটা পড়ে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। এর জেরে ২০২১ সালে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
৪৮ বার পড়া হয়েছে

১০০ বিলিয়নের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি সফরে যাবেন ট্রাম্প

আপডেট সময় ০৫:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আগামী মাসে সৌদি আরব সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হতে পারে এই আরব দেশকে। খবরটি বেশ কয়েকটি সূত্রের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এই অস্ত্র সরবরাহে যুক্ত থাকতে পারে, লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল অ্যাটোমিক্সের মতো সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আসন্ন এই সফরে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে পারেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হিসেবে বেশ কিছু সামরিক চুক্তির চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার ট্রাম্প আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেই খবর।

বাইডেন প্রশাসন সেসময় চীনের কাছ থেকে অস্ত্র না কেনা ও বেইজিংয়ের বিনিয়োগ কমানোর প্রস্তাবে সৌদি আরবকে আরও উন্নত মার্কিন অস্ত্র দেয়ার কথা বলেছিল।

তবে হোয়াইট হাউজ বা সৌদি প্রশাসন কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বহু বছর ধরে অস্ত্র সরবরাহ করে আসলেও এতে ভাটা পড়ে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। এর জেরে ২০২১ সালে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।