আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, স্থানীয়দের চাপে বিয়ে
ভোলার মনপুরা উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শোয়াইব। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই নারীর সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতানখাল এলাকায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বিধবা নারীর সঙ্গে শোয়াইবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছিল।
সেদিন রাতে স্থানীয় কয়েকজন তাদের ঘরে একসঙ্গে দেখতে পান এবং আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে দুই পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে একজন কাজী ডেকে বিয়ে সম্পন্ন করা হয়।
শোয়াইব পেশায় একজন পল্লি চিকিৎসক এবং ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাতলী ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক ইউপি সদস্য আছিউল হক।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম বলেন, “ব্যক্তিগত অনৈতিক কাজের দায় জামায়াত নেবে না। তবে তিনি ওয়ার্ড সভাপতি ছিলেন।”
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।”
















