জয়পুরহাটে গভীর রাতে দুর্বৃত্তদের আক্রমণে এক নারীর প্রাণহানি
জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে এক নারী প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন তার ভাতিজি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের দিকে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে।
পুলিশ জানায়, চিরলা সরদারপাড়া এলাকায় একই ঘরে ঘুমিয়ে ছিলেন ফুফু ও ভাতিজি। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে নুরনাহার (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
গুরুতর আহত অবস্থায় ভাতিজি খাদিজা (১৬)–কে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা নাজমুল হোসেন জানান, কারা এই হামলা চালিয়েছে এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

















