২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে আরও ২০০ জন ভর্তি, নতুন মৃত্যুর খবর নেই
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি ঘটেনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ৭৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে (করপোরেশন এলাকার বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ১৪ জন, বরিশাল বিভাগে ১৪ জন এবং খুলনা বিভাগে নতুন করে ২ জন রোগী ভর্তি হন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২০৫ জন পুরুষ এবং ১৮৯ জন নারী। পাশাপাশি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৮২৭ জন।

























