ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, প্রাণ গেল অন্তত ২১ জনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

স্পেনের দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং প্রায় একশ’ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার সন্ধ্যায় মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রেন যাত্রা শুরুর প্রায় ১০ মিনিট পর আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। কয়েকটি বগি পাশের একটি রেললাইনে গিয়ে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন ওই বিচ্যুত বগিগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে এবং একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়, কিছু বগি উল্টেও যায়।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ শুরু করে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশ একটি অত্যন্ত বেদনাদায়ক রাত পার করছে।

পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করলেও সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন এবং দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

জানা গেছে, প্রথম ট্রেনে প্রায় ৩০০ এবং দ্বিতীয় ট্রেনে প্রায় ২০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
১৫ বার পড়া হয়েছে

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, প্রাণ গেল অন্তত ২১ জনের

আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

স্পেনের দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং প্রায় একশ’ যাত্রী আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার সন্ধ্যায় মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি দ্রুতগতির ট্রেন যাত্রা শুরুর প্রায় ১০ মিনিট পর আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। কয়েকটি বগি পাশের একটি রেললাইনে গিয়ে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন ওই বিচ্যুত বগিগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে এবং একাধিক বগি দুমড়ে-মুচড়ে যায়, কিছু বগি উল্টেও যায়।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ শুরু করে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশ একটি অত্যন্ত বেদনাদায়ক রাত পার করছে।

পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করলেও সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন এবং দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

জানা গেছে, প্রথম ট্রেনে প্রায় ৩০০ এবং দ্বিতীয় ট্রেনে প্রায় ২০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।