ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পোস্টাল ব্যালট পাঠানো শুরু, সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে প্রকাশ হবে Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান

গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এমন একটি সরকার গঠন করা প্রয়োজন, যারা ২০২৪ সালের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যেখানে শক্তির জোরে নয়, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধে দেশ পরিচালিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের কাছে জনগণ নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরবে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা কিংবা নারী ভাতা পাওয়ার ক্ষেত্রে যেন কাউকে ঘুষ দিতে না হয়—সে ধরনের স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলেছে। এখন সেই লক্ষ্যে ভোটের মাধ্যমে এমন সরকার গঠন করতে হবে, যেখানে দুর্বৃত্তদের জায়গা হবে না। আগের মতো জোরজবরদস্তির রাজনীতি নয়, বরং মানুষের ভালোবাসা ও সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, কে মন্ত্রী বা কে এমপি হবেন—এই প্রতিযোগিতা পরে। এখন সবচেয়ে জরুরি সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলা। মুগ্ধ ও আবু সাইদের মতো যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান দেখাতে হলে সেই ত্যাগের বিনিময়ে জনগণের জীবনমান উন্নত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
১৪ বার পড়া হয়েছে

গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ০৮:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এমন একটি সরকার গঠন করা প্রয়োজন, যারা ২০২৪ সালের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যেখানে শক্তির জোরে নয়, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধে দেশ পরিচালিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের কাছে জনগণ নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরবে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ থাকতে হবে।
তিনি আরও বলেন, নাগরিকদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা কিংবা নারী ভাতা পাওয়ার ক্ষেত্রে যেন কাউকে ঘুষ দিতে না হয়—সে ধরনের স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলেছে। এখন সেই লক্ষ্যে ভোটের মাধ্যমে এমন সরকার গঠন করতে হবে, যেখানে দুর্বৃত্তদের জায়গা হবে না। আগের মতো জোরজবরদস্তির রাজনীতি নয়, বরং মানুষের ভালোবাসা ও সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, কে মন্ত্রী বা কে এমপি হবেন—এই প্রতিযোগিতা পরে। এখন সবচেয়ে জরুরি সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলা। মুগ্ধ ও আবু সাইদের মতো যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান দেখাতে হলে সেই ত্যাগের বিনিময়ে জনগণের জীবনমান উন্নত করতে হবে।