ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড Logo বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ Logo ট্রাফিক আইন লঙ্ঘন: দুদিনে ডিএমপির ২২০০ মামলা Logo কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা! Logo ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার Logo ছাত্রদল নেতা মোঃ মাহমুদুল আলম ফাবিরের বাসায় হামলা চালায় ফ্যাসিস্ট আখ্যা পাওয়া ছাত্রলীগের কর্মীরা। Logo ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে Logo শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী Logo ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা Logo ৮ দফা দাবি নিয়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ

এল ক্লাসিকোর আগে বার্সা-রিয়াল কোচের কথার লড়াই

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

এল ক্লাসিকোর আগে বার্সা-রিয়াল কোচের কথার লড়াই।

ইতিহাসের ৩০১তম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনো। কাতালান কোচ হ্যান্সি ফ্লিক আর রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে প্রথম এল ক্ল্যাসিকো বলেই ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। বিগ ম্যাচের আগে দুদলই আছে দারুণ ছন্দে। ভিনিসিউস-রাফিনিয়া আগের ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। জমে উঠেছে দুই কোচ কার্লো আনচেলত্তি- হ্যান্সি ফ্লিকের কথার লড়াইও।

সান্তিয়াগো বার্নব্যুতে ম্যাচ শুরু শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায়।

 

মাদ্রিদ তো বটেই গোটা স্পেন জুড়ে এবার জেঁকে বসা শীত এসেছে একটু আগেই। তবে সেই হিমশীতল আবহাওয়াতেও উত্তাপ নিয়ে এলো এল ক্ল্যাসিকোর রোমাঞ্চ। বিশ্ব ক্লাব ফুটবলের সবচাইতে কাঙ্ক্ষিত, ধ্রুপদী যে দ্বৈরথ।
 
গেল কয়েকবছর ধরেই ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির প্রস্থানের জৈলুস হারানো এল ক্ল্যাসিকোর, এবার যেন ভরা যৌবন। শুধু পয়েন্ট টেবিলের হাড্ডাড্ডি লড়াই-ই নয়, খেলার মান কিংবা ফ্লিকের হাত ধরে বার্সাার উত্থানও যার নেপথ্যের অনুঘটক।
 
রিয়াল মাদ্রিদ, আনচেলত্তির হাত ধরে অপ্রতিরোধ্য। সবশেষ ম্যাচেই ভিনির হ্যাটট্রিকের চাইতেও আলোচনায় ডর্টমুন্ডের বিপক্ষে সেকেন্ড হাফের অবিশ্বাস্য কামব্যাক। তবে সেখানে কারভাহাল, আলাবা, রদ্রিগোর ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে লস ব্ল্যাঙ্কোস।
 
 
লা লিগায় টানা ৪২ ম্যাচ অপরাজিত রিয়াল। জিতেছে শেষ চার এল ক্ল্যাসিকোর সবগুলোতেই। আনচেলত্তির চিরচেনা ৪-৩-৩ ফর্মেশন, তবুও ঝাঁঝালো। বিগ ম্যাচের আগে শিষ্যদের করলেন সতর্ক।
 
ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছে। এল ক্ল্যাসিকোতে এক দলকে বেছে নেয়াটা কঠিন। তবে আমরা শুধু আমাদের কাজটা করতে চাই। এ ম্যাচের ফলাফল লিগ জয়ে অনেক প্রভাব ফেলতে পারে। তাই স্রেফ জিততে চাই।’
 
অন্যদিকে হ্যান্সি ফ্লিকের হাত ধরে নিজেদের প্রত্যাবর্তনের ঘোষণা দেয়া বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের পর আধিপত্য ধরে রেখেছে লা লিগাতেও। গেলে কয়েক বছর সবচাইতে ধুঁকতে থাকা আক্রমণ ভাগের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন রাফিনিয়া, লেভানদোভস্কি, ইয়ামাল ও পেদ্রিরা।
 
 
জার্মান মাস্টার মাইন্ডের জন্য স্বস্তির খবর আছে আরও। বিগ ক্লাসের আগে রোনাল্ড আরাউহো, আন্দ্রেস ক্রিস্টিয়ান, ফেরান তোরেস আর মার্ক বার্নাল। চার জনই ফুলফিট। তবুও প্রশ্ন রিয়ালকে মোকাবেলায় কতটুকু প্রস্তুত কাতালানরা?
 
হ্যান্সি ফ্লিক বলেন, ‘দেখুন পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। যেটা সবচাইতে জরুরি তা হলো দলকে প্রস্তুত করা। আমার হাতে দুর্দান্ত একটা স্কোয়াড আছে, যারা জানে কিভাবে জিততে হয়। এল ক্ল্যাসিকো বিগ ম্যাচ, তবে আমাদের কাছে এটা স্রেফ আর পাঁচটা ম্যাচের মতোই। ছেলেরা কোনো চাপই নিচ্ছে না।’
 
এল ক্ল্যাসিকোতে এর আগে দু’দলের ৩০০ দেখায় বার্সার ১২৫ জয়ের বিপরীতে ১১১ ম্যাচ জিতেছে রিয়াল। মাদ্রিদের ৪৮৯ গোলের বিপরীতে কাতালানরা গোল করেছে ৫২৫টি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
১৮ বার পড়া হয়েছে

এল ক্লাসিকোর আগে বার্সা-রিয়াল কোচের কথার লড়াই

আপডেট সময় ০২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

এল ক্লাসিকোর আগে বার্সা-রিয়াল কোচের কথার লড়াই।

ইতিহাসের ৩০১তম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনো। কাতালান কোচ হ্যান্সি ফ্লিক আর রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে প্রথম এল ক্ল্যাসিকো বলেই ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। বিগ ম্যাচের আগে দুদলই আছে দারুণ ছন্দে। ভিনিসিউস-রাফিনিয়া আগের ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। জমে উঠেছে দুই কোচ কার্লো আনচেলত্তি- হ্যান্সি ফ্লিকের কথার লড়াইও।

সান্তিয়াগো বার্নব্যুতে ম্যাচ শুরু শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায়।

 

মাদ্রিদ তো বটেই গোটা স্পেন জুড়ে এবার জেঁকে বসা শীত এসেছে একটু আগেই। তবে সেই হিমশীতল আবহাওয়াতেও উত্তাপ নিয়ে এলো এল ক্ল্যাসিকোর রোমাঞ্চ। বিশ্ব ক্লাব ফুটবলের সবচাইতে কাঙ্ক্ষিত, ধ্রুপদী যে দ্বৈরথ।
 
গেল কয়েকবছর ধরেই ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির প্রস্থানের জৈলুস হারানো এল ক্ল্যাসিকোর, এবার যেন ভরা যৌবন। শুধু পয়েন্ট টেবিলের হাড্ডাড্ডি লড়াই-ই নয়, খেলার মান কিংবা ফ্লিকের হাত ধরে বার্সাার উত্থানও যার নেপথ্যের অনুঘটক।
 
রিয়াল মাদ্রিদ, আনচেলত্তির হাত ধরে অপ্রতিরোধ্য। সবশেষ ম্যাচেই ভিনির হ্যাটট্রিকের চাইতেও আলোচনায় ডর্টমুন্ডের বিপক্ষে সেকেন্ড হাফের অবিশ্বাস্য কামব্যাক। তবে সেখানে কারভাহাল, আলাবা, রদ্রিগোর ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে লস ব্ল্যাঙ্কোস।
 
 
লা লিগায় টানা ৪২ ম্যাচ অপরাজিত রিয়াল। জিতেছে শেষ চার এল ক্ল্যাসিকোর সবগুলোতেই। আনচেলত্তির চিরচেনা ৪-৩-৩ ফর্মেশন, তবুও ঝাঁঝালো। বিগ ম্যাচের আগে শিষ্যদের করলেন সতর্ক।
 
ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে খুবই ভালো খেলছে। এল ক্ল্যাসিকোতে এক দলকে বেছে নেয়াটা কঠিন। তবে আমরা শুধু আমাদের কাজটা করতে চাই। এ ম্যাচের ফলাফল লিগ জয়ে অনেক প্রভাব ফেলতে পারে। তাই স্রেফ জিততে চাই।’
 
অন্যদিকে হ্যান্সি ফ্লিকের হাত ধরে নিজেদের প্রত্যাবর্তনের ঘোষণা দেয়া বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের পর আধিপত্য ধরে রেখেছে লা লিগাতেও। গেলে কয়েক বছর সবচাইতে ধুঁকতে থাকা আক্রমণ ভাগের দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছেন রাফিনিয়া, লেভানদোভস্কি, ইয়ামাল ও পেদ্রিরা।
 
 
জার্মান মাস্টার মাইন্ডের জন্য স্বস্তির খবর আছে আরও। বিগ ক্লাসের আগে রোনাল্ড আরাউহো, আন্দ্রেস ক্রিস্টিয়ান, ফেরান তোরেস আর মার্ক বার্নাল। চার জনই ফুলফিট। তবুও প্রশ্ন রিয়ালকে মোকাবেলায় কতটুকু প্রস্তুত কাতালানরা?
 
হ্যান্সি ফ্লিক বলেন, ‘দেখুন পরিসংখ্যান নিয়ে আমি ভাবি না। যেটা সবচাইতে জরুরি তা হলো দলকে প্রস্তুত করা। আমার হাতে দুর্দান্ত একটা স্কোয়াড আছে, যারা জানে কিভাবে জিততে হয়। এল ক্ল্যাসিকো বিগ ম্যাচ, তবে আমাদের কাছে এটা স্রেফ আর পাঁচটা ম্যাচের মতোই। ছেলেরা কোনো চাপই নিচ্ছে না।’
 
এল ক্ল্যাসিকোতে এর আগে দু’দলের ৩০০ দেখায় বার্সার ১২৫ জয়ের বিপরীতে ১১১ ম্যাচ জিতেছে রিয়াল। মাদ্রিদের ৪৮৯ গোলের বিপরীতে কাতালানরা গোল করেছে ৫২৫টি।