ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে।

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। আইসিসির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ব্যাপারে অংশ নেয়া দলগুলো সম্মত হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার (৭ ডিসেম্বর) আইসিসি সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

ভারত কিংবা পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজন মানেই নাটকীয়তা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক দেশ অপর দেশে সফর করে না। তাই আইসিসি ইভেন্ট নিয়ে তৈরী হয় জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করছে না ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে ভারত। তবে শুরুতে পাকিস্তান তাতে সম্মত না হওয়ায় বিষয়টির সমাধানে জরুরি সভায় বসে আইসিসি। ভারতের খবরদারির কারণে সেই সভাও ভেস্তে যায়। তবে নতুন করে সমস্যার সমাধানে একত্রি বিশ্বের ক্রিকেট কর্তারা। বর্তমানে তারা অবস্থান করছেন আইসিসির প্রধান কার্যলয় দুবাইতে।
 
তবে আনুষ্ঠানিক সভার আগেই জানা গেছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
 
সব বোর্ডের কর্মকর্তারাও হাইব্রিড মডেল মেনে নিয়েছে বলে জানা গেছে। যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকলো না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটা দুই পক্ষের জন্যই লাভবান হবে বলেও প্রত্যাশা করছে।
 
প্রথমে হাইব্রিড মডেল মেনে না নিলেও পরে ২০৩১ সাল পর্যন্ত ভারতের সব টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজনের শর্তে মেনে নিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটা এখন ২০২৭ সাল পর্যন্ত নামিয়ে আনা হয়েছে।
 
এই সময়ের মধ্যে ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে দেওয়া হতে পারে। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যু। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
১২ বার পড়া হয়েছে

২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে

আপডেট সময় ১০:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে।

শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। আইসিসির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ব্যাপারে অংশ নেয়া দলগুলো সম্মত হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার (৭ ডিসেম্বর) আইসিসি সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

ভারত কিংবা পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজন মানেই নাটকীয়তা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক দেশ অপর দেশে সফর করে না। তাই আইসিসি ইভেন্ট নিয়ে তৈরী হয় জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করছে না ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে ভারত। তবে শুরুতে পাকিস্তান তাতে সম্মত না হওয়ায় বিষয়টির সমাধানে জরুরি সভায় বসে আইসিসি। ভারতের খবরদারির কারণে সেই সভাও ভেস্তে যায়। তবে নতুন করে সমস্যার সমাধানে একত্রি বিশ্বের ক্রিকেট কর্তারা। বর্তমানে তারা অবস্থান করছেন আইসিসির প্রধান কার্যলয় দুবাইতে।
 
তবে আনুষ্ঠানিক সভার আগেই জানা গেছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। শুধু চ্যাম্পিয়নস ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
 
সব বোর্ডের কর্মকর্তারাও হাইব্রিড মডেল মেনে নিয়েছে বলে জানা গেছে। যার ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকলো না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটা দুই পক্ষের জন্যই লাভবান হবে বলেও প্রত্যাশা করছে।
 
প্রথমে হাইব্রিড মডেল মেনে না নিলেও পরে ২০৩১ সাল পর্যন্ত ভারতের সব টুর্নামেন্টও হাইব্রিড মডেলে আয়োজনের শর্তে মেনে নিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটা এখন ২০২৭ সাল পর্যন্ত নামিয়ে আনা হয়েছে।
 
এই সময়ের মধ্যে ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে আসবে না। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের ম্যাচগুলো সে দেশে দেওয়া হতে পারে। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো আয়োজন করতে হবে নিরপেক্ষ ভেন্যু।