ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের।

সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমেদকে ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি হত্যা করা হয়। তার স্মরণে রোববার (২ ফেব্রুয়ারি) ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ।

এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থান জিয়ারত, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ ঘোষণা দেন বলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে শহীদ নজির আহমদকে বিশ্ব মুসলিম ইতিহাসের অন্যতম ‘আইকনিক ইসলামোফবিক ভিক্টিম’ আখ্যা দেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

তারা অভিযোগ করেন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা শহীদ নজির আহমেদকে হত্যা করলেও ১৯৫২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সাধারণ হিন্দু ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে মিলে তার শাহাদতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি।

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিপ্লব হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে শহীদ নজির আহমদের প্রতি বর্ণবাদী ইসলামোফোবিক বিদ্বেষের সিলসিলা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
১০৭ বার পড়া হয়েছে

শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের

আপডেট সময় ০৩:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের।

সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমেদকে ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি হত্যা করা হয়। তার স্মরণে রোববার (২ ফেব্রুয়ারি) ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ।

এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থান জিয়ারত, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ ঘোষণা দেন বলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে শহীদ নজির আহমদকে বিশ্ব মুসলিম ইতিহাসের অন্যতম ‘আইকনিক ইসলামোফবিক ভিক্টিম’ আখ্যা দেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

তারা অভিযোগ করেন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা শহীদ নজির আহমেদকে হত্যা করলেও ১৯৫২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সাধারণ হিন্দু ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে মিলে তার শাহাদতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি।

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিপ্লব হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে শহীদ নজির আহমদের প্রতি বর্ণবাদী ইসলামোফোবিক বিদ্বেষের সিলসিলা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।