ব্রেকিং নিউজ :
দেখা করতে হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
দেখা করতে হোয়াইট হাউসে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করতে মোদিকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরে মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।
এর আগে ২৭ জানুয়ারি ট্রাম্প মোদির সাথে কথা বলেন। সেই সময় অভিবাসন নিয়ে দু’নেতার মধ্যে আলোচনা হয়। এছাড়া ভারতের আরও বেশি করে মার্কিন-তৈরি নিরাপত্তা সরঞ্জাম কেনার এবং ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের উপরও জোর দেন ট্রাম্প ও মোদি।
মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত অনেক দিন থেকেই চীনকে মোকাবিলা (কাউন্টার) করতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এছাড়া তার নাগরিকদের জন্য দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করার দিকেও তাকিয়ে আছে ভারত।
মার্কিন পণ্যের উপর ভারতের উচ্চ শুল্ক আরোপের কথা উল্লেখ করে ট্রাম্প অতীতে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা এড়াতেও ভারত প্রচেষ্টা চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ২০২৩/২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আমন্ত্রণ ট্রাম্প নরেন্দ্র মোদি সাক্ষাৎ