ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক, জানিয়েছে চিকিৎসক দল Logo এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ Logo রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে কেন্দ্রের কারণ দর্শানোর নোটিশ Logo ১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ Logo আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা, সমাধানে বিটিআরসিতে আলোচনার চেষ্টা Logo সহজ গ্রুপ পেলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি Logo খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা আগমনের অনুমতি চাওয়া Logo কার্টুনিষ্টদের বিরুদ্ধে মামলা মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে: সারা হোসেন Logo দেশের বাজারে স্বর্ণের মূল্য নতুন করে সমন্বয়, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা Logo আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম

১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টানা ১৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও মেডিকেল বোর্ড সেটি আপাতত স্থগিত করেছে।

হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা তদারকি করছেন। পুরো প্রক্রিয়ার ওপর সরাসরি নজর রাখছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এভারকেয়ার হাসপাতালকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ। অনেকেই সাবেক প্রধানমন্ত্রীর খোঁজখবর নিতে হাসপাতালের আশপাশে জড়ো হচ্ছেন। সাধারণ রোগীদের অসুবিধা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। যদিও এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে সামগ্রিক শারীরিক পরিস্থিতি এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানাচ্ছে চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। সর্বশেষ ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

দেশব্যাপী তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
১৫ বার পড়া হয়েছে

১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ

আপডেট সময় ০২:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টানা ১৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও মেডিকেল বোর্ড সেটি আপাতত স্থগিত করেছে।

হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা তদারকি করছেন। পুরো প্রক্রিয়ার ওপর সরাসরি নজর রাখছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এভারকেয়ার হাসপাতালকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ। অনেকেই সাবেক প্রধানমন্ত্রীর খোঁজখবর নিতে হাসপাতালের আশপাশে জড়ো হচ্ছেন। সাধারণ রোগীদের অসুবিধা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। যদিও এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে সামগ্রিক শারীরিক পরিস্থিতি এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানাচ্ছে চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। সর্বশেষ ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

দেশব্যাপী তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।