ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর চানখারপুল এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। রায় প্রস্তুত না থাকায় গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করে।

ওইদিন পুলিশের গুলিতে শিক্ষার্থী সাহারিয়ার খান আনাসসহ মোট ছয়জন নিহত হন। প্রায় পাঁচ মাস ধরে চলা বিচার কার্যক্রম শেষে পুলিশের সাবেক আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রথম রায়।

মামলার চার প্রধান আসামি বর্তমানে পলাতক। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল এবং মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরে ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। মামলায় মোট ২৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ হিসেবে হত্যাকাণ্ডসংক্রান্ত বিবরণ, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় চানখারপুল এলাকায় পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১০ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ

আপডেট সময় ১১:১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

রাজধানীর চানখারপুল এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। রায় প্রস্তুত না থাকায় গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করে।

ওইদিন পুলিশের গুলিতে শিক্ষার্থী সাহারিয়ার খান আনাসসহ মোট ছয়জন নিহত হন। প্রায় পাঁচ মাস ধরে চলা বিচার কার্যক্রম শেষে পুলিশের সাবেক আটজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রথম রায়।

মামলার চার প্রধান আসামি বর্তমানে পলাতক। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল এবং মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। পরে ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। মামলায় মোট ২৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্যপ্রমাণ হিসেবে হত্যাকাণ্ডসংক্রান্ত বিবরণ, ভিডিও ফুটেজ, ফোনালাপসহ বিভিন্ন আলামত উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় চানখারপুল এলাকায় পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক প্রাণ হারান।