ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। আর অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

 
এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে আলোচনায় আসেন বাংলাদেশের এই অ্যাম্পায়ার। ডারবানে সেই টেস্ট পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি। বাংলাদেশিদের কাছে সেই ম্যাচ খুব একটা গুরুত্ব না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে আলোচনায় এসেছেন সৈকত। 
 
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচে সৈতকের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নিয়ে একবারও সফল হতে পারেনি কোনও দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। 
 
 
শুধু এই একটি ম্যাচেই নয়, পুরো বছর জুড়েই আন্তর্জাতিক টেস্টে ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন তিনি। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতেই সৈতক ছিলেন শতভাগ সফল। 
 
লাল বলের ক্রিকেটে পাঁচটি ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছে। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তার বিপক্ষে গেছে। বাকি ২৫টি সিদ্ধান্তই গেছে সৈকতের পক্ষে। যার ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজে দায়িত্ব পেলেন তিনি।
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
৬৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। আর অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

 
এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে আলোচনায় আসেন বাংলাদেশের এই অ্যাম্পায়ার। ডারবানে সেই টেস্ট পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি। বাংলাদেশিদের কাছে সেই ম্যাচ খুব একটা গুরুত্ব না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে আলোচনায় এসেছেন সৈকত। 
 
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচে সৈতকের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নিয়ে একবারও সফল হতে পারেনি কোনও দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। 
 
 
শুধু এই একটি ম্যাচেই নয়, পুরো বছর জুড়েই আন্তর্জাতিক টেস্টে ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন তিনি। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতেই সৈতক ছিলেন শতভাগ সফল। 
 
লাল বলের ক্রিকেটে পাঁচটি ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছে। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তার বিপক্ষে গেছে। বাকি ২৫টি সিদ্ধান্তই গেছে সৈকতের পক্ষে। যার ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজে দায়িত্ব পেলেন তিনি।