ব্রেকিং নিউজ :
১৭ বছর পর গোলাপগঞ্জে বিএনপির শক্তি প্রদর্শন
সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শত শত নেতা-কর্মী অংশ নেন এই মিছিলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে মিছিল ও পরবর্তী পথসভায় বিপুল সংখ্যক কর্মী উপস্থিত হন। স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘদিন পর সংগঠনের কার্যক্রমে প্রাণ ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পথসভায় এমরান আহমদ বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উন্নয়ন বঞ্চিত এলাকা। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যাপক উন্নয়ন হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।