ব্রেকিং নিউজ :
পারমাণবিক দাবি ছাড়লে আলোচনায় বসবেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়। তবে ২০১৯ সালের হানোই সম্মেলন ব্যর্থ হওয়ার পর আলোচনার পথ বন্ধ হয়ে যায়।
কিম বলেন, “আমার ট্রাম্পের সঙ্গে সুন্দর স্মৃতি রয়েছে। যদি যুক্তরাষ্ট্র বাস্তবতা মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করে, তবে আলোচনায় না বসার কারণ নেই।”
এই বক্তব্য আসে এমন সময়ে, যখন দক্ষিণ কোরিয়ার নতুন সরকার ট্রাম্পকে আলোচনার উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছে।