ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

‘কবুল’ না বলে ‘আলহামদুলিল্লাহ’ বললে কি বিয়ে হবে?

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

ইসলামে নারী ও পুরুষের পরস্পরের বৈধ সম্পর্কের একমাত্র মাধ্যম বিয়ে। এর মাধ্যমে বংশ বিস্তার হয়। এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত।

 

বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব-কবুল আবশ্যক। এর মাধ্যমেই বিয়ে সম্পাদন হয়। কোনো ছেলে কোনো মেয়েকে বলে- ‘‌আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি’ আর মেয়ে যদি এ প্রস্তাবের উত্তরে বলে ‘কবুল করলাম’ তবে কি এ বিয়ে সম্পাদন হয়ে যাবে? বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কবুল বলতেই হবে?

ইসলামি শরিয়তে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করেন (প্রস্তাব দেন), আরেক পক্ষ গ্রহণ করেন (কবুল করেন)- এভাবে বিয়ে সম্পন্ন হয়। ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার শর্তঃ

 

এক. পাত্র-পাত্রীকে প্রাপ্ত বয়স্ক, জ্ঞানসম্পন্ন মুসলমান হতে হবে।
দুই. পাত্র-পাত্রী নিজ সম্মতিতে ‘ইজাব-কবুল’ বলবে এবং উভয়ে পরস্পর নিজ নিজ কানে শুনতে হবে। অভিভাবক কিংবা প্রতিনিধির মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে অভিভাবকরা ছেলের প্রস্তাব মেয়েকে বলবে, মেয়ের ‘কবুল’ বলার শব্দ প্রতিনিধিদের নিজ কানে শুনতে হবে।
তিন. বিয়ের ‘ইজাব-কবুল’ শোনার জন্য দুজন প্রাপ্তবয়স্ক, জ্ঞানবান সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক নারী বিয়ের মজলিসে নিজ কানে শুনতে হবে।
 
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
  

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ অর্থ: কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! কীভাবে অনুমতি নেবো? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তার চুপ থাকাটাই অনুমতি গণ্য হবে। (বুখারি; মুসলিম)

 

তবে আগে বিবাহিত বা কুমারী কারও ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে ‘কবুল’ বলা আবশ্যক নয়। অভিভাবক পাত্রীর সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেবেন, পাত্র ‘কবুল করলাম’ বললে বিয়ে হয়ে যাবে।
 
 
ইদানীং অনেক বিয়েতে পাত্রীকে সাক্ষীদের সামনে তিনবার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দাও ক্ষুণ্ন হয়। এটা অপ্রয়োজনীয় রীতি। বিয়ের মজলিসে পাত্রীর পক্ষ থেকে প্রস্তাবের পর পাত্রের একবার ‘কবুল করলাম’ বলাই যথেষ্ট।
  

কিছু লোকের ধারণা ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিয়ে শুদ্ধ হবে না। এ ধারণাটি ভুল। মূল বিষয় হলো, সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে। বিয়ে শুদ্ধ হবে। তবে স্পষ্টভাবে কবুল বলাই অধিক নিরাপদ। (আহসানুল ফাতাওয়া-৫/৩৬-৩৮)

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
২৬২ বার পড়া হয়েছে

‘কবুল’ না বলে ‘আলহামদুলিল্লাহ’ বললে কি বিয়ে হবে?

আপডেট সময় ০৪:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ইসলামে নারী ও পুরুষের পরস্পরের বৈধ সম্পর্কের একমাত্র মাধ্যম বিয়ে। এর মাধ্যমে বংশ বিস্তার হয়। এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত।

 

বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব-কবুল আবশ্যক। এর মাধ্যমেই বিয়ে সম্পাদন হয়। কোনো ছেলে কোনো মেয়েকে বলে- ‘‌আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি’ আর মেয়ে যদি এ প্রস্তাবের উত্তরে বলে ‘কবুল করলাম’ তবে কি এ বিয়ে সম্পাদন হয়ে যাবে? বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কবুল বলতেই হবে?

ইসলামি শরিয়তে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করেন (প্রস্তাব দেন), আরেক পক্ষ গ্রহণ করেন (কবুল করেন)- এভাবে বিয়ে সম্পন্ন হয়। ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার শর্তঃ

 

এক. পাত্র-পাত্রীকে প্রাপ্ত বয়স্ক, জ্ঞানসম্পন্ন মুসলমান হতে হবে।
দুই. পাত্র-পাত্রী নিজ সম্মতিতে ‘ইজাব-কবুল’ বলবে এবং উভয়ে পরস্পর নিজ নিজ কানে শুনতে হবে। অভিভাবক কিংবা প্রতিনিধির মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে অভিভাবকরা ছেলের প্রস্তাব মেয়েকে বলবে, মেয়ের ‘কবুল’ বলার শব্দ প্রতিনিধিদের নিজ কানে শুনতে হবে।
তিন. বিয়ের ‘ইজাব-কবুল’ শোনার জন্য দুজন প্রাপ্তবয়স্ক, জ্ঞানবান সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক নারী বিয়ের মজলিসে নিজ কানে শুনতে হবে।
 
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
  

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ অর্থ: কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! কীভাবে অনুমতি নেবো? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তার চুপ থাকাটাই অনুমতি গণ্য হবে। (বুখারি; মুসলিম)

 

তবে আগে বিবাহিত বা কুমারী কারও ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে ‘কবুল’ বলা আবশ্যক নয়। অভিভাবক পাত্রীর সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেবেন, পাত্র ‘কবুল করলাম’ বললে বিয়ে হয়ে যাবে।
 
 
ইদানীং অনেক বিয়েতে পাত্রীকে সাক্ষীদের সামনে তিনবার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দাও ক্ষুণ্ন হয়। এটা অপ্রয়োজনীয় রীতি। বিয়ের মজলিসে পাত্রীর পক্ষ থেকে প্রস্তাবের পর পাত্রের একবার ‘কবুল করলাম’ বলাই যথেষ্ট।
  

কিছু লোকের ধারণা ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিয়ে শুদ্ধ হবে না। এ ধারণাটি ভুল। মূল বিষয় হলো, সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে। বিয়ে শুদ্ধ হবে। তবে স্পষ্টভাবে কবুল বলাই অধিক নিরাপদ। (আহসানুল ফাতাওয়া-৫/৩৬-৩৮)